ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ফকর জামানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ৭ এপ্রিল ২০২১

আগের ম্যাচে অল্পের জন্য ডবল সেঞ্চুরি মিস করেন পাকিস্তানী ওপেনার ফকর জামান। ভাগ্য বিড়ম্বনায় রান আউট হয়ে ফেরেন মারকুটে এই ব্যাটসম্যান। তবে সিরিজের শেষ ম্যাচেও ফকর হাঁকিয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে পাকিস্তান বড় সংগ্রহ গড়তে যাচ্ছে। ৩৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২০৩।

বুধবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটে নেমে শুভ সূচনা করে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটি এখন অঘোষিত ফাইনাল। এর আগের দুই ম্যাচের একটি জিতে পাকিস্তান অন্যটি দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটি জিতে ট্রফি ঘরে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাবররা।

৩ ছয় ও ৯ চারে সেঞ্চুরি পূর্ণ করেন ফকর জামান। এর পরেই মহারাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই পাক ওপেনার। অপর ওপেনার ইমাম উল হক ৭৩ বলে ৫৭ রান করে যান। তবে অধিনায়ক বাবর আজম ৩৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গী হয়েছেন রিজওয়ান।

সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে আইপিলের কারণে এদিন দক্ষিণ আফ্রিকা দলে নেই গত ম্যাচে হওয়া বিতর্কের নায়ক কুইণ্টন ডি কক ছাড়াও মিলার, রাবাদা, নর্টজে ও এনগিদি। এছাড়া, ইনজুরির কারণে মাঠের বাইরে ফর্মে থাকা ভন ডার ডুসেন।

অন্যদিকে, পাকিস্তান একাদশেও আছে পরিবর্তন। এদিন অভিষেক হচ্ছে কিংবদন্তী স্পিনার আব্দুল কাদিরের পুত্র লেগস্পিনার উসমান কাদিরের। গ্লাভস হাতে ফিরেছেন সরফরাজ আহমেদ। এছাড়া আরও দুটি পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, এইডেন মার্করাম, জন-জন স্মাটস, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, হেনরিক ক্লাসেন, আন্দিলে ফেহলুখায়ো, কেশভ মহারাজ, ড্যারিন দুপাভিয়ন, বিউরেন হেনড্রিকস, লুথো সিপামলা।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, হারিস রউফ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি