ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আবদুল হাকিমের চিরবিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৮ আগস্ট ২০২২

অনেক সহখেলোয়াড়ের পথ অনুসরণ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অন্যতম সদস্য শেখ আবদুল হাকিম।

রোববার (২৮ আগস্ট) ভোররাতে ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

যশোরেই থাকতেন শেখ আব্দুল হাকিম। বেশ কয়েক বছর ধরে বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। 

সাবেক জাতীয় ফুটবলার ও দেশের অন্যতম সেরা হকি কোচ কাওসার আলী জানিয়েছেন, ঢাকা থেকে তার মরদেহ যশোরের পথে। বাদ আসর জানাজা হওয়ার কথা।

হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্যের শেষ জীবন কেটেছে অনেক কষ্টে। ব্রেন স্ট্রোকের পর একটি চোখ প্রায় নষ্ট হয়েছিল। গত কয়েক মাস কথা বলতে পারতেন না এবং নল দিয়ে খাওয়ানো হতো। 

তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি