ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন গাভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত গাভি ক্যাম্প ন্যুতেই থাকছেন। তারা রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে কাতালান ক্লাবটির বর্তমান চুক্তি ২০২২-২৩ মৌসুমের পরে শেষ হয়ে যেত। ২০২১ সালের আগস্টে বার্সেলোনার হয়ে প্রথম সকলের নজড়ে আসেন গাভি। এর কিছুদিন পরেই অক্টোবর মাসে লুইস এনরিকের দলের হয়ে স্পেনের জার্সি গায়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। সিনিয়র পর্যায়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গাভি রেকর্ড সৃষ্টি করেন। 

২০২২ সালের জুনে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্কোরশিটে নাম লেখান। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন গাভির ক্লাব সতীর্থ আনসু ফাতি। 

এই দুজনের সাথে পেড্রি, রোনাল্ড আরাওজু ও ফেরান তোরেসের জন্য বার্সেলোনা রিলিজ ক্লজ হিসেবে এক বিলিয়ন ইউরো ধার্য করে চুক্তি করেছে যার সর্বমোট মূল্য বিশ্ব ফুটবলে সর্বোচ্চ। 

এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৫৪টি ও স্পেনের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গাভি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি