ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

তোপের মুখে নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১ অক্টোবর ২০২২

নেইমার দ্য সিলভা জুনিয়র

নেইমার দ্য সিলভা জুনিয়র

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে বামপন্থীদের তোপের মুখে পড়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার দ্য সিলভা জুনিয়র। বৃহস্পতিবার অসাধারণ এক সেলিব্রেটি সমর্থন লাভ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। 

প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেন নেইমার।

ব্রাজিল ও পিএসজির এই স্ট্রাইকার যে এ মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই নেইমারই কিনা বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২-কে নিজের আঙ্গুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন! 

সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিনদিন আগে তার এই শোডাউন। নেইমারের এই সমর্থনের প্রতি নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি বোলসোনারো। 

তবে নেইমারের এই সমর্থন মোটেও স্বাভাবিকভাবে মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২ অক্টোবর)। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা। 

যদিও নেইমার তার তারকা খ্যাতিকে এভাবে কাজে লাগানোর কারণে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের ইনস্টাগ্রাম ও টুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন। 

সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও কমেন্টেটর ওয়াল্টার কাসাগ্রান্ডেও রয়েছেন। এ বিষয়ে এক কলামে কাসাগ্রান্ডে লিখেছেন, এর মাধ্যমে তার পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব ফুটে উঠেছে। এতে তার সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি