ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রুডিগার গোলে শেষ মুহূর্তে হার এড়াল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রথমার্ধে রিয়ালকে রুখে দিয়ে দ্বিতীয়ার্থের শুরুতেই এগিয়ে যায় শাখতার। তাতে মৌসুমের প্রথম পরাজয়ের দিকেই এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ সময়ে লস ব্ল্যাঙ্কোসদের রক্ষা করলেন অ্যান্টোনিও রুডিগার। জার্মান এই ডিফেন্ডারের গোলে কোনোমতে এক পয়েন্ট পেল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৪৬ মিনিটে ওলেক্সান্ডার জাবকোভের গোলে লিড নেয় শাখতার দোনেৎস্ক। এরপর ৯৫তম মিনিটে রুডিগারের গোলে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত এমন সমীকরণে মূল একাদশের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে মাঠে নামে মাদ্রিদের দলটি। ছন্নছাড়া খেলতে শুরু করে লস ব্ল্যাঙ্কোসরা। 

প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি কোনো দলই।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দৃশ্যপট পাল্টে যায় ম্যাচের। বিরতিত থেকে ফিরে ম্যাচের ৩৫ সেকেন্ডে মাথায় বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে ডি বক্সে হেডে লক্ষ্যভেদ করেন ওলেক্সান্ডার জাভকোভ। 

এরপরেই ৫৭তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। এডেন হ্যাজার্ড এবং অরেলিয়েন চুয়ামেনিকে তুলে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং লুকা মদ্রিচকে মাঠে নামান রিয়াল কোচ।

৬৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় শাখতার। জুভকভের থ্রু বলে লাসিনা ত্রাওরের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। লুনিন এগিয়ে এসে তাকে রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ত্রাওরের শট ক্রসবারের ওপরে পড়ে বাইরে যায়।

৭৬তম মিনিটে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান ভিনিসিউস। তবে ছুটে গিয়ে বলের নাগাল পাননি মার্কো আসেনসিও। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সুযোগ আসে ভিনিসিউসের সামনে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রুডিগারের হেড যায় বাইরে দিয়ে। এরপর ৯৫তম মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন রুডিগারই। 

আর তাতেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

লা লিগায় গত শনিবার গেতাফের মাঠে কোনোমতে ১-০ গোলে জিতেছিল রিয়াল। এবার শাখতারের বিপক্ষে হারতে হারতে পেল এক পয়েন্ট। 

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রিয়াল। লাইপজিগ ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। শাখতারের পয়েন্ট ৫, সেল্টিকের ১।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি