ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পয়েন্ট হারানোর শঙ্কার পর ৩ মিনিটে ২ দুই গোল রিয়ালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৩ অক্টোবর ২০২২

ম্যাচের ৭৯তম মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা। তাতে ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পরে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তবে শেষ দিকে ৩ মিনিটে ২ দুই গোল দিয়ে সেই শঙ্কা উড়িয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে স্প্যানিশ ফুটবল লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নব্যুতে শুরুতেই এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। ম্যাচের পাঁচ মিনিটে ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে আলতো ছোঁয়ায় গোল করেন লুকা মদ্রিস।

এরপরেই পথ হারায় রিয়াল। প্রথমার্ধ্বে আর কোনো সুযোগই তৈরী করতে পারেনি তারা। 

বিরতির পর সেভিয়াকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলা। ৫৪তম মিনিটে ডিফেন্ডার গনসালো মনতিয়েলের রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন লামেলা।

এতে ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পরে স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭৯ থেকে ৮১, এই তিন মিনিটের ব্যবধানে করে দুই গোলে জয় নিশ্চত হয় রিয়াল মাদ্রিদের।

৭৭তম মিনিটে মদ্রিচ ও দানি কারভাহালকে তুলে মার্কো আসেনসিও ও ভাসকেসকে নামান আনচেলত্তি। দারুণ কাজে দেয় এই পরিবর্তন। বদলি নামা দুজনই অবদান রাখেন ওই দুই গোলে।

৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে আসেনসিও বল বাড়ান ভিনিসিউসের উদ্দেশ্যে। গোলরক্ষক এগিয়ে আসায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল দেন পাশে ফাঁকায় থাকা ভাসকেসকে। আর বল ধরেই ফাঁকা জালে পাঠান এই স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের ৮১তম মিনিটে আসেনসিওর পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে। এ নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন উরুগুয়ের এই মিডফিল্ডার। আসরে ১১ ম্যাচে তার গোল হলো ৬টি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি