ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শেষ মুহূর্তে লেভানদভোস্কির গোলে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৩০ অক্টোবর ২০২২

ভালেন্সিয়ার বিপক্ষে ৯০ মিনিট খেলেও জালের দেখা পায়নি বার্সেলোনা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে দলকে উদ্ধার করলেন রবের্ত লেভানদোভস্কি। তাতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভি হারনান্দেসের দল।

শনিবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। একমাত্র গোলটি করেন পোলিশ তারকা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে এই ম্যাচে হতাশার ছাপ ভালোভাবেই ফুটে ওঠে বার্সেলোনার। প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি কাতালানরা।

বিরতির পর কিছুটা ধার ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কা জাগে বার্সার। ফলে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সা কোচ। উসমান দেম্বেলে, সের্হিও বুসকেতস ও ফাতিকে তুলে ফেররান তরেস, গাভি ও রাফিনিয়াকে নামান।

৮২তম মিনিটে ভালো একটি সুযোগ পান লেভানদোভস্কি। কিন্তু প্রথম প্রচেষ্টায় শট নিতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বারে নেন দুর্বল লক্ষ্যভ্রষ্ট শট।

এভাবে গোল শূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়।

তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় বার্সা। রাফিনিয়ার বাড়ানো দারুণ ক্রসে ছয় গজ বক্সে পা বাড়িয়ে নিখুঁত টোকায় বল জালে পাঠান লেভানদোভস্কি। 

তাতে উচ্ছ্বাসে ভাসে বার্সেলোনা। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান ৩১।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি