ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রোনালদোর রাঁধুনির বেতন কত জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৬ নভেম্বর ২০২২

পর্তুগালে প্রাসাদোপম নতুন বাড়ি তৈরি করছেন রোনালদো। ১২ হাজার বর্গ ফুটের বাড়িটি তৈরি হয়ে গেলেও সব কাজ এখনও শেষ হয়নি। আরও কিছু দিন লাগতে পারে নতুন বাড়ির সব কাজ শেষ হতে। তার আগেই বাড়ির বিভিন্ন কাজের জন্য চার কর্মীকে নিয়োগ করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।

ছোটবেলার ক্লাবের কাছেই নতুন বাড়ি তৈরি করছেন রোনালদো। সম্ভবত আগামী বছরের শুরুর দিকেই স্ত্রী জর্জিনা রদ্রিগেস এবং সন্তানদের নিয়ে নতুন বাড়িতে থাকতে শুরু করবেন। নতুন বাড়িতে গিয়ে যাতে সমস্যা না হয়, সেজন্য এখন থেকেই ব্যবস্থা নিচ্ছেন পর্তুগালের ফুটবল অধিনায়ক। 

পর্তুগালের একটি সংবাদপত্রের দাবি অনুযায়ী, তার নিয়োগ করা চার কর্মীর মধ্যে রয়েছেন একজন রাঁধুনি। যার মাসিক বেতন ৪ হাজার ৮০০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৬ লাখ টাকা। অত্যাধুনিক বাড়িটি তৈরি করতে রোনালদো খরচ করছেন প্রায় ২শ’ কোটি টাকা।

কেন মোটা বেতনের রাঁধুনি রাখলেন রোনালদো? তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমী এবং তার ভক্তদের মধ্যে। 

সূত্রের খবর, ফুটবল জীবনের শেষ এক বা দু’বছর লিসবনের ছোটবেলার ক্লাবে খেলতে পারেন রোনালদো। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ছোটবেলার ক্লাবে খেলে ফুটবলার জীবন শেষ করতে চান পর্তুগাল অধিনায়ক। 

সে সময় নিজের নতুন বাড়িতে থাকবেন তিনি। সেজন্যই অনেক দেখেশুনে রাঁধুনি নিয়োগ করেছেন রোনালদো। যিনি তার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করতে পারবেন। পাশাপাশি স্ত্রী এবং সন্তানদের জন্যও রান্না করতে পারবেন। বিশেষ দক্ষ একজন রাঁধুনিকে নিয়োগ করেছেন পাঁচ বারের ব্যালন ডি’র জয়ী। 

স্বাস্থ্য সচেতন রোনালদো তাই রাঁধুনির বেতন নিয়ে কোনও সমঝোতা করতে চাননি। 

পর্তুগালের সংবাদমাধ্যমের দাবি, লিসবনের একটি স্কুলে সন্তানদের ভর্তি করার বিষয়টিও চূড়ান্ত করে ফেলেছেন রোনালদো।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি