ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

এবার কাতারের চোখ অলিম্পিক আয়োজনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২০ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপের অন্যতম সেরা ও সফল একটি আসর আয়োজনের পর তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত কাতার এখন ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্য স্থির করতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করতে চায় কাতার।

কাতার বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব পেয়েছে কাতার। ইতোমধ্যেই ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ কাতারকে আয়োজন করতে বলা হয়েছে। এছাড়াও প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ওয়ার্ল্ড এন্ডুরেন্স চ্যাম্পিয়নশীপের আয়োজক হিসেবেও কাতারের নাম ঘোষনা করা হয়েছে। যদিও আগামী কয়েক বছর বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্টের আয়োজক হিসেবে কাতার বেশ ব্যস্ত সময় কাটাবে। 

২০২৩ সালে আবারো কাতারে ফিরতে যাচ্ছে ফর্মুলা ওয়ান। বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামোগত উন্নতিতে কাতারের বিখ্যাত রেস ট্র্যাকটিকেও সংষ্কার করা হয়েছে। করোনার কারণে ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনে চায়না অপরাগতা জানালে কাতার সেই সুযোগ লুফে নেয়। ২০২৪ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে কাতারে। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক মার্কেটিং প্রধান মাইকেল পেইন বলেছেন এই ধরনের বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন যেকোন দেশের জন্যই শক্তিশালী একটি গেম-চেঞ্জিং উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। যদিও বিশ্বকাপ শুরুর আগে অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়টি নিয়ে কাতারকে নিয়ে কম সমালোচনা হয়নি। 

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বারবারই বলেছেন কাতারে হতে যাচ্ছে সর্বকালের সেরা বিশ্বকাপ। প্রতিটি দেশের ফেডারেশনগুলোও কাতারের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে। 

স্পেনকে হারিয়ে ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব লাভ করেছে কাতার। 

২০২৫ সালে ২০৩৬ অলিম্পিক আয়োজকের নাম ঘোষনা করা হবে। এর আগে ২০১৬, ২০২০ ও ২০৩২ অলিম্পিকের বিডে অংশ নিয়েছিল কাতার। কয়েকটি নিরীক্ষায় দেখা যায় বিশ্বকাপ আয়োজক হিসেবে স্বত্ব পাওয়ায় এতদিন কাতারকে অলিম্পিকের বিডে সফল হতে দেয়া হয়নি। 

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি