ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

আর্জেন্টিনা আর কিছুই জিততেই পারবে না!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৫, ২৭ জানুয়ারি ২০২৩

কাতার বিশ্বকাপের আগে রীতিমত অপ্রতিরোধ্য ছিল আর্জেন্টিনা। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে সৌদি আরবের মতো পুঁচকে দলের কাছে। এরপর তো বিশ্বকাপ জিতেই আসর শেষ করে আলবিসেলস্তেরা। ঘোঁচায় ৩৬ বছরের আক্ষেপ। এতে লিওনেল মেসির ক্যারিয়ারও পায় পূর্ণতা।

বিশ্বকাপ জেতার পরেও আর্জেন্টিনার ফুটবলারদের নিয়ে বিতর্ক যেন থামছেই না। আরও একবার কটাক্ষের মুখে এমিলিয়ানো মার্তিনেসরা। ক্লাব ফুটবলে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ এবার মুখ খুললেন তাদের নিয়ে। বার্সেলোনায় একসঙ্গে খেলতেন মেসি ও ইব্রা।

এই আর্জেন্টিনা দলটির কপালে আর বিশ্বকাপ ট্রফি জুটবে না বলেই মন্তব্য করে বসেছেন মেসির সাবেক বার্সা সতীর্থ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে এসি মিলানের এই ফরোয়ার্ড বলেন, ‘মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কাতারে বিশ্বকাপ জেতার পরে নিজের জায়গা আরও পাকা করেছে সে। কিন্তু আমার চিন্তা হচ্ছে, আর্জেন্টিনার বাকি ফুটবলারদের নিয়ে। তারা তো আগামী দিনে আর কিছুই জিততে পারবে না।’

বিশ্বকাপ চলাকালীন বার বার বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার উইকেটরক্ষক মার্তিনেস। বিতর্কে জড়ানোর জন্যই মেসির সতীর্থরা আগামী দিনে কিছু করতে পারবেন না বলেই মত দিয়েছেন সুইডিশ এই ফুটবলার। ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসি সব কিছু জিতেছে। ওকে সবাই মনে রাখবে। কিন্তু বাকিরা শুধু বিতর্কে জড়িয়েছে। তাদের আর কে মনে রাখবে?’

ইব্রার মন্তব্যের বিপরীতে অবশ্য জবাব দিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো। ইব্রাকে নিজের দেশ (সুইডেন) নিয়ে ভাবতে বলেছেন তিনি। আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘আর্জেন্টিনা আর কিছুই জিতবে না, এমনটা বলা মোটেই সমীচিন নয়। আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলার আগে নিজের দেশ আর ফুটবলারদের নিয়ে ভাবো। যারা কি না গত বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। সেসব নিয়ে কথা বলার জন্য তুমিই শেষ উপযুক্ত মানুষ।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি