ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

পিএসজির জয়ের রাতে মাইলফলক স্পর্শ মেসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

পিএসজির জয়ের রাতে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসি-এমবাপ্পের যুগল নৈপুণ্যে মার্শেইকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। মেসির পাসে এমবাপ্পে ২টি ও এমবাপ্পের পাসে মেসি একটি গোল করেন। 

চোটের কারণে ম্যাচে খেলেননি নেইমার। তবে অভাব বুঝতে দেননি মেসি ও এমবাপ্পে। 

ম্যাচের ২৫ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল ধরে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ফরাসি তারকা। 

এর ৪ মিনিট পর গোল করেন মেসি। এবার আগের গোলের ঋণ শোধ করেন এমবাপ্পে। তার নিখুঁত পাস খুঁজে নেয় আর্জেন্টাইন তারকাকে। অনায়াসে বাকিটা সারেন মেসি। 

আর এই গোলের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণাত্মক খেলতে থাকে পিএসজি। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৫৫ মিনিটে মেসির পাসে এমবাপ্পে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।  

এ গোলের সুবাধে চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠলেন এমবাপে। তার গোল ১৭টি আর মেসির গোল ১২টি। 

এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে গেল ৮ পয়েন্টে। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি