ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের কষ্টের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৮ মার্চ ২০২৩

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বিশ্ব রানার্সআপ ফ্রান্স। তবে ম্যাচটিতে আধিপত্য রেখে খেলতে থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি ফরাসিরা। ঘর সামলে পাল্টা আক্রমণে ছিল আয়ারল্যান্ডও।

সোমবার রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামের ম্যাটি ১-০ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল। 

প্রথমার্ধে ফ্রান্স ও আয়ারল্যান্ডের মধ্যে কোনো দলই পোস্টে শট রাখতে পারেনি। ৭০ শতাংশ সময় বল দখলে রেখেও আইরিশ গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি এমবাপ্পেরা। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। 

আর দ্বিতীয়ার্ধের শুরুর গোলেই জয় পায় বর্তমান বিশ্ব রানার্সআপ দল ফ্রান্স। বেনজামিন পাভারের অসাধারণ এক গোলে এগিয়ে যায় তারা। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের জোরাল শটে ক্রসবারে লেগে বল জালে জড়ায়।

শেষ পর্যন্ত এই গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় ফরাসিদের। যদিও ৬৯ ও ৭৫ মিনিটে দারুণ দুটি সেভ করে ব্যবধান বাড়াতে দেননি আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু।

২ ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি