ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১ এপ্রিল ২০২৩

আসন্ন গ্রীস্মে বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এই দাবি করেছেন।

এই গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে। অবশ্য মৌখিকভাবে বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তবে এরপর সব কিছুর নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে।

মেজর সকার লীগ (এমএসএল), সৌদি আরব ও বার্সেলোনার সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও মেসির সামনে একমাত্র চুক্তিপত্র উপস্থাপন করেছে পিএসজি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি মেসি।  

এডুলের দাবি, মেসি যদি পিএসজিতে থেকে যাবার বিষয়ে শতভাগ মনস্থির করতেন তাহলে চুক্তিতে ইতোমধ্যে সই করতেন। বরং ওই সাংবাদিক মনে করেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাবার জন্য অপেক্ষা করছেন। 

অবশ্য এখনই পিএসজির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি মেসি। তার আশা, নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।

তবে সব কিছু নির্ভর করছে আর্থিক সংকট কাটিয়ে মেসির জন্য পর্যাপ্ত ব্যয় করার সামর্থ্য বার্সেলোনার আছে কিনা সেটির উপর। এই গ্রীষ্মের আগেই মজুরি বাবদ খরচ ২০০ মিলিয়ন ইউরো কমাতে হবে কাতালান জায়ান্টদের। পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য অভ্যন্তরীণ খাতের রাজস্ব আয়ও বাড়াতে হবে।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটির হয়ে ৫৩ ম্যাচ খেলে ২৩ বার জালের দেখা পেয়েছেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তবে প্লে-মেকার ভূমিকায় নজর কেড়েছেন একাধিকবার, তার নামের পাশে আছে ২৯টি অ্যাসিস্ট।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি