ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৮ মে ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফাইনালে ম্যানেচস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথম লেগ হয়েছিল ১-১ গোলে ড্র। ফাইনাল খেলতে তাই জয়ই দরকার ছিল দু’দলের।

বুধবার রাতে ইতিহাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সিটিজেনরা। সফলতা পেতেও খুব বেশি দেরি করতে হয়নি ম্যানইউর।

ম্যাচের ২৩ মিনিটে কেভিন ডি-ব্রুইনার বাড়ানো বলে দলকে এগিয়ে দেন বের্নাদো সিলভা। বিরতির আগেই নিজের জোড়া পূর্ণ করে ব্যবধান আরও বাড়ান সিলভা। 

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করে সিটি। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে রিয়াল নিতে পারে একটি শট।

দ্বিতীয়ার্ধেও রিয়ালকে কোনো সুযোগ দেয়নি সিটি। ৭৬ মিনিটে ম্যানুয়েল আকেঞ্জির গোলে আরও এগিয়ে যায় তারা। শেষদিকে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুলিয়ান আলভারেজ। 

এ জয়ে শেষ তিন মৌসুমে দুইবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ম্যানচেস্টার সিটি।

গত আসরের সেমিফাইনালে এই রিয়ালের বিপক্ষেই ফিরতি লেগে অবিশ্বাস্য কয়েক মিনিটে পথ হারিয়ে হেরে বসেছিল সিটি। এবার আর কোনো ভুল হতে দেয়নি সিটিজেনরা।

আগামী ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি