ভায়েদলিদের মাঠে বার্সার হার
প্রকাশিত : ১১:২১, ২৪ মে ২০২৩
স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়েদলিদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হলো লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই মৌসুমে শিরোপা নিশ্চিত হওয়ার পর টানা দুই ম্যাচে হারলো জাভির শিষ্যরা।
ম্যাচ শুরুর দেড় মিনিটের মাথায় পিছিয়ে পরে কাতালানরা। স্বাগতিক ফরোয়ার্ড দারউইন মাচিসের ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জরিয়ে নেন বার্সা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন।
২২ মিনিটে নিজেদের ডি-বক্সে আবারও ভুল করে বসে বার্সেলোনা। এতে পেনাল্টি থেকে আরও এগিয়ে যায় ভায়েদলিদ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও সফলতা পায়নি কাতালান দলটি। উল্টো ৭৩ মিনিটে আরও পিছিয়ে পরে তারা।
শেষদিকে লেভাদভস্কির একমাত্র গোলে শুধুমাত্র ব্যবধানটাই কমিয়েছে লিগ শেষ হওয়ার চার ম্যাচ আগে শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা।
এএইচ