শিরোপা জিতলো পিএসজি, রোনালদোকে ছাড়াল মেসি
প্রকাশিত : ১২:৪৪, ২৮ মে ২০২৩
ফরাসি লিগে স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে পিএসজি। সেইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ইউরোপো শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
শিরোপা জিততে পিএসজির প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট। সেইসঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতাছানি ছিল লিওনেল মেসি সামনেও। প্রতিপক্ষের মাঠে ড্র করে সব সমীকরণ মেলালো পিএসজি-মেসি।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এমবাপ্পের বাড়ানো বলে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। রেকর্ড নিজের করে নেয়ার পাশাপাশি দলের শিরোপাও নিশ্চিত হয় এই গোলেই।
পরে গোল শোধ দিলেও মেসিদের চ্যাম্পিয়নের পথে বাধা হতে পারেনি স্ট্রাসবুর্গ।
এদিকে, মৌসুমজুড়ে দুর্দান্ত খেললেও শেষ ম্যাচে কপাল পুড়েছে বুরুশিয়া ডর্টমুন্ডের। মেইনজের কাছে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে শিরোপা খুইয়েছে দলটি।
সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বায়ার্ন মিউনিখ। এফসি কোলনের মাঠে শুরুতেই এগিয়ে যায় বাভারিয়ানরা। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ দিয়ে বায়ার্ন সমর্থকদের স্তদ্ধ করে দেয় কোলন।
পরে নির্ধারিত সময়ের এক মিনিট আগে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বায়ার্নকে রেকর্ড ১১তম শিরোপা এনে দেন জামাল মুসিয়াল।
এএইচ