ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪

খেলাধুলার তিন বিষয়ে স্নাতক সম্মান কোর্স বিকেএসপিতে (ভিডিও)

কামরুজ্জামান, সাভার থেকে

প্রকাশিত : ১৪:৫৪, ২০ আগস্ট ২০২৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রথমবারের মতো খোলা হচ্ছে খেলাধুলার তিন বিষয়ে স্নাতক সম্মান কোর্স। ক্রিকেট, সাঁতার ও অ্যাথলেটিকসে ভিন্ন তিন বিষয়ের চার বছর মেয়াদী কোর্সের নাম ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ। মহাপরিচালক জানিয়েছেন, শুরুতে তিনটি বিষয় থাকলেও পরবর্তীতে আরও বিষয় যুক্ত হবে।

ক্রিকেট এখন জনপ্রিয়তার শীর্ষে। আর এ খেলাতেই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত খেলছে বাংলাদেশ। এবার এই ক্রিকেটই হচ্ছে পড়াশুনার বিষয়। ক্রীড়া বিষয়ক জ্ঞান অর্জনের নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছে দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।

অনেক দেশেই বিভিন্ন খেলার উপর ডিগ্রি নেয়ার সুযোগ থাকলেও বাংলাদেশে এবারই প্রথম। দেশেই এরকম সুযোগ মেলায় উচ্ছ্বসিত বিকেএসপির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বাইরে যেহেতু আমরা তেমন সুযোগ পাইনা, বিকেএসপিতে নতুনভাবে অনার্স কোর্স চালু হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পাব। এটা আমাদের জন্য ভালো একটা অপার্চুনিটি।

চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হলে আরও বেশি অনুশীলনের সুযোগ পাবেন খেলোয়াড়রা। মনোবল শক্ত হওয়ার পাশাপাশি সামনে এগোনোর সাহস দেবে বলে মনে করেন শিক্ষকরা।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আশা করি, এর একটা ভালো কার্যক্রম আমরা দেখতে পাব। এখান থেকে অনেক কিছুই বেরিয়ে আসবে যা স্পোর্টসকে সামনের দিকে নিয়ে যাবে।”

বিকেএসপির অ্যাথলেটিকসের সিনিয়র কোচ ডা. মেহেদি হাসান বলেন, “একজন কোচ হওয়ার জন্য যেসব গুনাবলি প্রয়োজন, যে শিক্ষা প্রয়োজন, যে ট্রেনিংয়ের প্রয়োজন- তা হাতেকলমে সকল কিছু অনার্স কোর্সের মাধ্যমে দেওয়া হবে।”

সিনিয়র গবেষণা কর্মকর্তা নুসরাত শারমিন বলেন, “আমরা এডুকেটেড স্পোর্টস পারসন তৈরি করবো। যারা বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত। শুধু খেলাধুলা নয় খেলাধুলার কালচারালটা যেন ডেভেলপ করতে পারে এই এডুকেটেড পারসন তৈরি করাও আমাদের উদ্দেশ্য।”

নতুন উদ্যোগে আন্তর্জাতিক মানের পেশাদার খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্ট নানা পেশার দুয়ার খুলবে বলেই মনে করছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

বিকেএসপি মহাপরিচালক ব্রি. জে. আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ বলেন, “খেলাধুলা ছাড়ার পরে বিভিন্ন ডিসিপ্লিন স্পোর্টস সায়েন্স, স্পোর্টস সাইক্লোজি, স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস জার্নালিজম- এসব ক্ষেত্রেও সে অবদান রাখতে পারবে। সরকারের বিভিন্ন চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরিতে যোগ দিতে পারবে। এসব মাথায় রেখে অনার্স কোর্স চালু করার চিন্তা-ভাবনা।”

শুরুর দিকে প্রয়োজনে দেশের বাইরে থেকেও গেস্ট লেকচারার আনার পরিকল্পনা আছে বিকেএসপির।

আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ বলেন, “আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ প্রশিক্ষকদের গেস্ট স্পিকার হিসেবে আনা হবে।”

এরই মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি