ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১৭ অক্টোবর ২০২৩

ইউরো বাছাইপর্বের ম্যাচে রোনালদোর জোড়া গোলে বড় জয় পেয়েছে পর্তুগাল। বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

আগেই ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা ম্যাচ জিতল আটটি। ৮ ম্যাচে পর্তুগালের গোল ৩২টি, এর বিপরীতে তারা গোল হজম করেছে মাত্র ২টি। 

বসনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সে।

এই ম্যাচের সবগুলো গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 

এরপর ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস, ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াও ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। যদিও দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখাই পায়নি তারা।

আগের ম্যাচ জিতে ইউরো নিশ্চিত করা পর্তুগাল এই জয়ে গ্রুপ ‘জে’ এর শীর্ষস্থান ধরে রাখে। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি