ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

‘গোল্ডেন বয়’ পুরষ্কার জিতলেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সেরা তরুণ ফুটবলার হিসেবে ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরষ্কার জিতে নিলেন  ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ইউরোপের শীর্ষ লিগে খেলা ২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরাকে এই পুরষ্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত।

বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার লামিনে ইয়ালকে পেছনে ফেলে সেরা হয়েছেন ২০ বছর বয়সী বেলিংহ্যাম। ২০১৪ সালে রহিম স্টালিংয়ের পর প্রথম কোনো ইংলিশ খেলোয়াড় পুরষ্কারটি জিতলেন। 

এর আগে, ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডের মতো তারকারা জিতেছিলেন গোল্ডেন বয় পুরষ্কার।

দুর্দান্ত এক মৌসুম পার করা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম অর্জনের ঝুলিতে যোগ করে যাচ্ছেন একের পর এক খেতাব। কিছুদিন আগে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতা বেলিংহ্যাম এবার জিতে নিলেন 'গোল্ডেন বয়' পুরষ্কার। 

গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি। মাদ্রিদের দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার গোল ১৩টি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি