ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার হেরেই গেল মেসি-সুয়ারেজের মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ইন্টার মায়ামিকে এবারও জেতাতে পালেন না মেসি-সুয়ারেজ। প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ড্র-য়ের পর এবার এফসি ডালসের বিপক্ষে হেরেই গেলো ডেভিড বেকহামের মায়ামি।

২০১৫ সালে বার্সেলোনার ট্রেবল যাত্রার মূলে ছিলেন লিও মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেটস-জর্ডি আলবা। ৯ বছর পরে আবারও তাদের একসঙ্গে করেছে ইন্টার মায়ামি। 

তবে লম্বা সময় পর যুক্তরাষ্ট্রের ক্লবটিতে একত্রিত হয়ে এখনও রসায়ন জমাতে পারেননি তারা। 

ডালাসের মাঠে এদিন শুরুতেই পিছিয়ে পরে ইন্টার মায়ামি। তিন মিনিটের মাথায় ডিবক্সের ডান প্রান্ত থেকে নিচু শটে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করেন হেসুস ফেরেইরা। 

গোলটি শোধ দিতে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মেসি-সুয়ারেজরা। তবে প্রতিপক্ষের রক্ষণ দূর্গ ভাঙতে প্রতিবারই ব্যর্থ হয়েছেন তারা। 

আলবা-মেসির কম্বিনেশনে বেশ কয়েকবারই বল পেয়েছিলেন এই উরুগুয়ে স্ট্রাইকার। কিন্তু কাঙ্ক্ষিত গোলটাই তিনি আর পাননি। ৫৪ মিনিটে মেসির দারুণ এক ভলিও ফিরিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক।

লক্ষ্যভষ্ট শটে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি