ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুমুকাণ্ডে এবার কাঠগড়ায় উঠতে হচ্ছে রুবিয়ালেসকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

চুমুকাণ্ডে এবার কাঠগড়ায় উঠতে হচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে।

নারী বিশ্বকাপের পুরস্কার বিতরণ মঞ্চে স্পেনের খেলোয়াড় হেনি হেরেমোসোকে চুমু খেয়ে তুমুল সমালোচিত হন রুবিয়ালেস। এর জেরে ফেডারেশন সভাপতির পদ ছাড়তে হয় তাঁকে। 

পরে রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হয়রানি ও জবরদস্তির অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্ত শেষে সাবেক সভাপতির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন স্পেনের জাতীয় আদালতের বিচারক। 

হেরমোসোর ওপর চাপ সৃষ্টি করার জন্য ফেডারেশন সংশ্লিষ্ট আরও তিনজনকেও বিচারের সম্মুখীন করার আদেশ দিয়েছেন ওই বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি