ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে জাভিকে ক্লাব ছাড়ার অনুমতি দিলেন বার্সেলোনা বস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৯ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এ কারণেই জাভিকে দায়িত্ব ছাড়ার অনুমতি দিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। 

শনিবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হবার পর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে। ওই ম্যাচের পরেই জুনে বার্সা ছাড়ার ঘোষণা দেন জাভি।

বার্সেলোনার মিডিয়া চ্যানেলে লাপোর্তা বলেছেন, ‘জাভি মৌসুমের শেষে বার্সা ছাড়ার কথা আমাকে বলেছেন। তিনি তার দায়িত্ব শেষ করতে চান। তার সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিয়েছি, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সে ক্লাবের একজন কিংবদন্তী, একজন সৎ ব্যক্তি, যাকে বার্সেলোনা সবসময়ই ভালবাসে। জাভি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন মৌসুমের শেষ পর্যন্ত নিজের শতভাগ দিয়ে সে চেষ্টা করবে।’

অথচ গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন জাভি। কিন্তু এবার বার্সেলোনার পারফরমেন্সে সেই ঝলক আর দেখা যায়নি। জানুয়ারির শুরুতে স্প্যানিশ সুপার কাপে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সা।

এ সপ্তাহে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। 

লাপোর্তা বলেন, ‘লা লিগা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। সম্ভাব্য সেরাটা দিয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্যও আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির মুখোমখি হবে বার্সেলানা। ফেব্রুয়ারি থেকে নক আউট পর্ব শুরু হচ্ছে। 

১৯৯৮-২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার মিডফিল্ডে একাই আধিপত্য দেখিয়েছেন জাভি। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোম্যানের বিদায়ের পর তিনি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি