ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

হাসারাঙ্গা-পাথিরানার নৈপুণ্যে রোমাঞ্চকর জয় শ্রীলঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভার ঝড়ো ব্যাটিং ও মাথিশা পাথিরানার বোলিং নৈপুন্যে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

শনিবার ডাম্বুলাতে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৫ দশমিক ৫ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলে শ্রীলঙ্কা। এরপর ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৬০ রানে অলআউট হয় লঙ্কানরা। ৭টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৬৭ রান করেন হাসারাঙ্গা। 

আফগানিস্তানের ফজলহক ফারুকি ২৫ রানে ৩ উইকেট নেন।

১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ইব্রাহিম জাদরানের লড়াকু ইনিংসে জয়ের লড়াইয়ে ছিল আফগানিস্তান। ১ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ১১ রান দরকার পড়ে আফগানদের। কিন্তু পেসার বিনুরা ফার্নান্দোর করা শেষ ওভারে ৬ রানের বেশি নিতে পারেননি ইব্রাহিম। 

২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলে হার নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৮টি চারে ৫৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম।

হাসারাঙ্গা ৩২ বলে ৬৭ রান এবং ২৪ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদানে ম্যাচ সেরা হন পাথিরানা।

আগামী ১৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি