ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির শেষ মুহূর্তের গোলে হার এড়ালো মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ইন্টার মায়ামি। লিগ সকারে লা গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জেরার্ড মার্টিনোর শিষ্যরা।

ক্যালিফোনিয়ার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে গোলমুখে শর্ট নেয়ায় সুবিধা করতে পারেনি তারা। 

প্রথমার্ধে সুযোগ পেয়েও লক্ষভেদ করতে পারেনি কোনো দলই। ৭৫ মিনিটে এসেছে প্রথম গোল। এগিয়ে যায় লা গ্যালাক্সি। বেশকিছু সুযোগ পেয়েও নির্ধারিত সময়ে গোলটি শোধ দিতে পারেনি ইন্টার মায়ামি। 

তবে যোগকার সময়ে আর ভুল হয়নি ডেভিড বেকহামের দলের। জর্ডি আলবার অ্যাসিস্টে ইন্টার মায়ামির মান বাঁচানো গোলটি করেন লিওনেল মেসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি