ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

বিশ্বকাপ শুরু, যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার বড় সংগ্রহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২ জুন ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আইসিসির দুই সহযোগী সদস্য স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। আর ব্যাট হাতে নেমে বোলারদের ব্যাপক শাসন করে  যুক্তরাষ্ট্রকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের পার্শ্ববর্তী দেশ কানাডা। 

২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। যেখানে সহআয়োজক হিসেবে আছে আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা ছাড়াও আরও ৮টি আইসিসির সহযোগী দেশ খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় ৩০ মিনিটে দুই প্রতিবেশী দল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬ বলে ২৩ রান করে আউট হন প্রগত সিং। তবে নভোনীত-নিকোলাস কির্তন জুটি থেকে এসেছে ৬২ রান। অর্থাৎ, ওভারপ্রতি ১০ রান করে নিয়েছেন দুই কানাডিয়ান ব্যাটার। 

নভোনীত তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম ফিফটি। ৬১ রানের ইনিংসে ছিল ৬ চার আর ৩ ছক্কার মার। ১২৮ রানে তিনি ফিরে গেলেও কির্তন ছিলেন অবিচল। ৩০ বলেই ফিফটি তুলে নেন। দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। যদিও ৫১ রানেই থামতে হয় তাকে। 

কির্তনের আউটের পরেই খানিকটা ধাক্কা খায় কানাডা। যুক্তরাষ্ট্রও আশা পায় ম্যাচে ফেরার। কিন্তু শেষ দুই ওভারে ৩৫ রান নিয়ে ম্যাচটাকে আবারও নিজেদের করে নেন শ্রেয়াশ মোভা এবং দিলপ্রীত বাজওয়া। শ্রেয়াশ খেলেছেন ১৬ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস। আর বাজওয়া উপহার দিয়েছেন ৫ বলে ১১ রানের ক্যামিও। 

তাতেই ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় কানাডার। 

যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান, হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন পেয়েছেন ১টি করে উইকেট। 

যুক্তরাষ্ট্র একাদশ : স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রভালকর।

কানাডা একাদশ : অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পারগট সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মভভা (উইকেটরক্ষক), দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, ডিলন হেলিগার, কলিম সানা, জেরেমি গর্ডন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি