ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

বিশ্বকাপে ইতিহাস গড়লো উগান্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৬ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে উগান্ডা। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখাও পেয়েছে আফ্রিকার দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা।

বৃহস্পতিবার (৬ জুন) গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পাপুয়া নিউ গিনি। ৭৭ রানে অলআউট পাপুয়া নিউগিনি। এরপর রানতাড়ায় ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় উগান্ডা। 

শুরুতেই উগান্ডার বোলিং তোপে পড়ে তারা। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাপুয়া নিউ গিনির ব্যাটাররা।
দলের পক্ষে হিরি হিরি ১৯ বলে ১৫ ও লেগা সাইকা করেন ১৭ বলে ১২ রান। 

উগান্ডার পক্ষে আলপেস রমজানি, কসমাস কেউটা জুমা মিয়াগি ও ফ্রান্স নাসুবুগা নেন ২টি করে উইকেট।

প্রথম ৬ রানের মাথায় তিন উইকেটের পতন। রজার মুসাকা, সিমন সেসাজাই এবং রবিনসন ওবুইয়া, তিনজনেই করেছেন হতাশ। রিয়াজাতকে সঙ্গ দিতে পারেননি আলপেশ রামজানি এবং দীনেশ নাকরানি। ৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। 

এরপর জুমা মিয়াজিকে নিয়ে রিয়াজাতের ৩৫ রানের জুটি উগান্ডার স্কোর টেনে নেয় ৬১ পর্যন্ত। অবশ্য ৭৫ রানের সময় রিয়াজাত আউট হলে আবার শঙ্কায় পড়ে যায় উগান্ডার জয়ের স্বপ্ন। ৫৬ বলে ৩৩ রান করেন রিয়াজাত।

৭৫ রানে ৭ম উইকেটের পতন। কিন্তু ওয়াইসয়া বিপদ বাড়তে দেননি। ১৯তম ওভারে দলের জয় নিশ্চিত করেন।

পাপুয়া নিউ গিনির পক্ষে আলেই নাও ও নোরম্যান ভানুয়া নেন ২টি করে উইকেট।    

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি