ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল: শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৮ জুন ২০২৪

পরাজয়ের বৃত্ত ভেঙ্গে বিশ্বকাপের মঞ্চে জয়ে ফিরতে পেরে খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পর শান্ত বলেন, ‘বেশ কিছু ম্যাচে হারের পর এমন জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। জয়ের ব্যবধান যেমনই হোক না কেন, দুই পয়েন্ট পাওয়ায় এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় আমি খুশি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টাইগাররা। 

রোমাঞ্চকর এমন জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের উপর আমার আস্থা আছে। সব ব্যাটার একসাথে ভালো করবে- আপনি এমনটা আশা করতে পারেন না।’

শান্ত জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলীয় পারফরমেন্স দিয়ে সাফল্য অর্জনের সামর্থ্য দলের আছে।

তিনি বলেন, ‘দলের শারীরিক ভাষা দারুন ছিলো। আমরা ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি এবং সবাই নিজেদের কাজগুলো করেছে। আমি মনে করি, বোলাররা সত্যিই ভাল বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জয় পাওয়া উচিত ছিল।’

অধিনায়ক আরও বলেন, ‘এটি লিটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। সে লড়াই করেছে, আজ তার দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয়, সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। তার খেলার ধরণ সত্যিই আমাদের দারুনভাবে  সাহায্য করেছে।’

অন্যদিকে, বাংলাদেশের কাছে হারের জন্য দলের ব্যাটিংকে দুষলেন শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। তিনি বলেন, ‘আমাদের ব্যাটাররা প্রথম ৮-১০ ওভারে সত্যিই ভাল ব্যাটিং করেছিল। আমি মনে করি, পরের ওভারগুলোতে আমরা খারাপ ব্যাটিং করেছি। আমরা সবাই জানি আমাদের বোলিং আক্রমণই আমাদের শক্তি। বিশেষ করে ব্যাটাররা ১৫০-১৬০ রান করতে পারলে আমাদের বোলিং আক্রমণ ম্যাচ জেতাতে পারে।’

তিনি আরও বলেন, ‘শেষ দুই ম্যাচে ব্যাটাররা ভালো করেনি। এখন বেশ কঠিন অবস্থা। আমরা প্রথম দুই ম্যাচ হেরেছি। প্রধান চার বোলার নিয়ে আমরা বল করেছি। আমি মনে করি, মূল চারজন বোলার তাদের কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত অলরাউন্ডারদের দিয়ে চার ওভার বল করাতে হয়েছে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি