ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

মেসির রেকর্ডের ম্যাচে সহজ জয় আর্জেন্টিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২১ জুন ২০২৪

কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মাঠে নেমেই রেকর্ড করেন লিওনেল মেসির। কোপা আমেরিকায় সর্বোচ্চ ম‍্যাচ খেলার কীর্তি গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক। 

শুক্রবার ভোরে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এবার অংশ নিচ্ছে ১৬ দল।

বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করে কানাডা। তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো পঞ্চম মিনিটে পিছিয়ে যেতে পারত। একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি লেয়ান্দ্রো পারেদেসের শট।

প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। দুই দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। 

তবে দ্বিতীয়ার্ধে ফিরে আর্জেন্টিনাকে আর আটকে পারেনি কানাডা। ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন অ্যালিস্টার। 

ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ।

আর্জেন্টিনার দুটি গোলেই অবদান মেসির। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে। মেসির থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। 

তবে দ্বিতীয়ার্ধে দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি।

এদিন আবার কোপায় ইতিহাস গড়েছেন কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় এখন তিনি-৩৫। ৩৪ ম্যাচ নিয়ে তারপরে রয়েছেন চিলির সের্হিও লিভিংস্টোন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি