ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

এবছর কে পাবেন ব্যালন ডি’অর, নাম বললেন রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

ব্যালন ডি’অরে নিজের উত্তরসূরীদের নাম ঘোষণা করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০০৭ থেকে ২০২৩ এই ১৬ বছরে ব্যালন ডি’অরে আধিপত্য ছিল মেসি ও রোনালদো। দুজনে মিলে ১৩ বার জিতেছেন এই পুরষ্কার। 

তবে এবার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হয়েছে তাদেরকে ছাড়াই। ইতিমধ্যে এই দুই তারকা পারি জমিয়েছেন ইউরোপের বাইরে। ক্যারিয়ারও এসে দাঁড়িয়েছে শেষ লগ্নে। 

এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, পরবর্তি বছরগুলোতে এই পুরষ্কার পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিনে ইয়ামাল। ভিনিসিয়ুসের মধ্যে সম্ভাবনা দেখছেন রোনালদো। 

এ বছর ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে এমবাপ্পে-ভিনির মধ্যে লড়াই হবে বলে মনে করেন রোনালদো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি