ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

ঢাকায় ফিরলেন প্রধান কোচ হাথুরুসিংহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

টাইগারদের ভারত যাওয়ার আগে ঢাকায় ফিরলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আজ দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ তার ঠিক আগের দিন রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। 

ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে প্রায় এক সপ্তাহ অনুশীলন করলেন, স্বাভাভিকভাবেই সেখানে ছিলেন না প্রধান কোচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরে ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় যান তিনি। 

কথা ছিল ১২ সেপ্টেম্বর ফিরে আসবেন। তবে, ঢাকায় ফিরলেন ১৪ সেপ্টেম্বর রাতে।

ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে হাথুরুসিংহেই বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার দুপুরে (১টা ৫ মিনিটে) ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে জাতীয় দলের বহরের সঙ্গে বিমানে উঠবেন হাথুরুসিংহে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি