ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর সিরিজ জয় পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ১০ নভেম্বর ২০২৪

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারের পর, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করল পাকিস্তান। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

আজ তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৩৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মোহাম্মদ রিজওয়ানের দল। এর মধ্য দিয়ে পাকিস্তান সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচ এবং সিরিজসেরা হয়েছেন মোট ১০ উইকেট নেওয়া হারিস রউফ।

এর আগে, পার্থে টস হেরে ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২০ রানে ফ্রেজার ম্যকগার্ককে (৭) দিয়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। সর্বোচ্চ ৩০ রান করেছেন লোয়ার মিডল অর্ডারে নামা সিন অ্যাবট। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার ম্যাথু শর্টের ব্যাট থেকে।

শাহীন শাহ আফ্রিদি-নাসিম শাহ-হারিস রউফের দারুন বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। আট উইকেট আর ১৩৯ বল হাতে রেখে সিরিজ জিতল মোহাম্মদ রিজওয়ানের দল। 

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজও দারুণ এক জুটি গড়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। ৮৪ রানের জুটির পথে শফিক ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান। ল্যান্স মরিসের করা সেই ওভারেই ফিরেছেন বাঁহাতি ওপেনার সাইম। বাবর আজমকে সাথে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক রিজওয়ান। 

এর আগে শাহীন-নাসিমদের তোপে পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলীয় শতরানের আগেই ফেরেন ছয় ব্যাটার। দলীয় রান ১৪০ পেরিয়েছে শন অ্যাবটের ৩০ রানের ইনিংস।  

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি