ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

মাঝপথে বিপিএল ছাড়লেন মোহাম্মদ আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি না থাকায় বিপিএল শুরুর আগে বাংলাদেশে এসেছিলেন আমির। ফ্র্যাঞ্চাইজিটি পুরো মৌসুমের জন্য সরাসরি তার সঙ্গে চুক্তি করেছিল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী আমিরের ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। সিলেট স্পষ্ট করে বলেননি, তিনি টুর্নামেন্টের কোনো পর্যায়ে আবার ফিরবেন কিনা।

এখন পর্যন্ত সিলেটের হয়ে ছয়টি ম্যাচে চারটি উইকেট নিয়েছেন আমির। একই সঙ্গে পাকিস্তানের সাইম আইয়ুবও বিপিএল ছেড়েছেন। শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে তার দেশে ফেরার কারণে ফ্র্যাঞ্চাইজিটি তার চারটি ম্যাচের পারিশ্রমিক পরিশোধ করেছে।

টুর্নামেন্টে ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় ও তিনটি হার নিয়ে সিলেট ৬ পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে রংপুর রাইডার্স ৮ পয়েন্ট নিয়ে, এবং চট্টগ্রাম রয়্যালস দুইয়ে ৬ পয়েন্টে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি