ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।

মঙ্গলবার দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

তিনি বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে আমাদের ওপর কোনো অবাস্তব বা অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা গ্রহণ করব না।”

বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে স্কটল্যান্ড কি বাংলাদেশের জায়গায় খেলবে-এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে পাকিস্তান খেলতে না যাওয়ার কারণে অতীতে বেশ কয়েকবার ভেন্যু পরিবর্তন হয়েছে। আমাদেরকে অযৌক্তিক কোনো চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনের কথা উল্লেখ করে বাংলাদেশ আইসিসিকে জানায়, তারা ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না এবং ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি