ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাতে স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামছে মেসি বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামছে লিওনেল মেসির বার্সালোনা। স্পেনিস জায়ান্ট বার্সার প্রতিপক্ষ পর্তুগালের দল স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল। এক ম্যাচ খেলে দুদলের সমান ৩ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান বার্সার দখলে আর স্পোর্টিংয়ের অবস্থান দুইয়ে।

এদিকে ‘বি’ গ্রুপে হাইভোল্টজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের দল পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক। ‘সি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি।


‘এ’ গ্রুপের ম্যাচে লড়বে বাসেল ও বেনফিকা। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে সিএসকেএ মস্কোর বিরুদ্ধে। ‘ডি’ গ্রুপে জুভেন্টাসের প্রতিপক্ষ অলিম্পিয়াস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি