ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুটানকে হারিয়ে শিরোপার কাছাকাছি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫০, ৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে জাফর ইকবালের জোড়া গোলে ভুটানকে হারায় বাংলাদেশের যুবারা। খেলার দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে জোড়া গোল করেন জাফর।

শিরোপা জেতার লড়াইয়ের জন্য এখন নেপাল-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

‍নেপাল-ভারত ম্যাচে ভারত জিতলে শিরোপা যাবে বাংলাদেশের ঘরে। কারণ তখন পয়েন্ট সমান হলে দেখা হবে দুই দলের মধ্যে ম্যাচের ফল, যাতে জিতেছিল বাংলাদেশ। ম্যাচটি ড্র হলেও পয়েন্টে এগিয়ে বাংলাদেশ হবে চ্যাম্পিয়ন। কিন্তু নেপাল জিতলে বাংলাদেশকে আগে হারানোর জন্য শিরোপা ধরে রাখবে তারাই।

গোলশূন্য প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দল। ২৪তম মিনিটে মাহবুবুর রহমান স্বাধীনের হেড লক্ষ্যে থাকেনি। ৩২তম মিনিটে সতীর্থের ক্রসে টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি ভুটানোর নিমা তিসেরাং।

দ্বিতীয়ার্ধে স্বাধীনকে ‍তুলে নিয়ে শুরুর দুই ম্যাচে তিন গোল করা ফরোয়ার্ড জাফর ইকবালকে নামান কোচ রক্সি। ৬৭তম মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সৈকত মুন্নার শট গোলরক্ষককের গ্লাভস হয়ে পোস্টের বাইরের কোণায় লেগে বেরিয়ে যায়।

খেলার ৮১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশের যুবারা। ডান দিক দিয়ে আক্রমণে ঢুকে একক প্রচেষ্টায় গোলরক্ষককে মাপা শটে পরাস্ত করেন জাফর।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। প্রতিআক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ দিক থেকে জোরালো শটে বল জালে জড়ান জাফর।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি