ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ চিলির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মাঠে জিততে পারলে সরাসারি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল চিলির। কিন্তু গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে গেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। ফলে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের ৬ নম্বরে এসে গেছে চিলি।

পয়েন্ট টেবিলের সেরা চার দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পাঁচ নম্বর দলটিকে প্লে অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। প্লে অফে বিজয়ী দল খেলবে ২০১৮ বিশ্বকাপে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। খেলার ৫৫ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সূচনা করেন পউলিনহো। এর ২মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন গ্যাব্রিয়েল জেসুস। ৯০ মিনিটে আবার গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন জেসুস।

১৮ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বাছাইপর্ব  শেষ করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সমান সংখ্যাক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেলো অ্যালেক্স সানচেজদের।

সূত্র: গোলডটকম ও লাইভস্কোর

এমআর/এআর

 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি