ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

মেসির সঙ্গে রোনালদোর ছেলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফিফা বর্ষসেরা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরিবার নিয়ে হাজির হয়েছেন লিওনেল মেসি ও  ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন ক্যাটাগরিতে মুকুট প্রত্যাশী খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন লন্ডনের ব্লামসবারি বলরুমের আলো ঝলমলে রাতে।

মাঠে মেসি ও রোনালদো একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী । তবে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো ঘাটতি নেই। অনুষ্ঠানে চলাকালে একপর্যায়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করতে আসে রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। আর্জেন্টাইন সুপারস্টারও  হাত বাড়িয়ে দেন রোনালদোর ছেলের দিকে। মেসি, রোনালদো এবং মেসির স্ত্রী আন্তনেলা রোকু্জ্জোকে এসময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি তখন চলে যায় রোনালদোর ছেলের দিকে।

/ এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি