ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ছোটদের ফুটবল বিশ্বকাপ ইংল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৯ অক্টোবর ২০১৭

স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ০-২ গোলে পিছিয়ে পড়েও ক্যাসিয়াস, ইনিয়েস্তাদের উত্তরসূরীদের ৫-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডের কিশোররা।

গতকাল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্ট লেক স্টেডিয়াম) ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে বিধ্বস্ত করতে থাকে থাকে স্পেন। সেই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটেই সার্জিও গোমেজের গোলে এগিয়ে যায় স্পেন। ৩১ মিনিটে ইংল্যান্ডের জালে আবারো বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সেই সার্জিও গোমেজই। গোমেজের দুটি দুর্দান্ত গোল স্বপ্নই দেখিয়েছিল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি জয়ের।

বিরতির ঠিক আগ মুহুর্তে গোল করে ব্যবধান কমান এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রিয়ান ব্রেস্টার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইংলিশ কিশোররা যা করে তা কল্পনার বাইরে অবিশ্বাস্য! অভাবনীয়! স্পেনিশ রক্ষণভাগকে তাসের ঘরের মতো গুড়িয়ে দেয় ইংলিশ কিশোররা। দ্বিতীয়ার্ধে গুণে গুণে ৪ বার স্পেনের জালে বল পাটায় তারা। ম্যাচের ৫৮ মিনিটে সমতা আনেন গিবস। ৬৯ মিনিটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে এগিয়ে দেন ফোডেন। ৮৪ মিনিটে গুয়েহি ব্যবধান ৪-২ করেন। আর শেষ বাঁশির ২ মিনিট আগে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে বড় জয় নিশ্চিত করেন ফোডেন।

 

সূত্র : গোলডটকম

/ এমআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি