ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ওয়াকার ইউনিসের বিধ্বংসী সেই স্পেল !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

১৭ জুন, ২০০১ । ইংল্যান্ডের লিডসে ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। টসে জিতেই প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস।

নিজের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে একটুও সময় নেননি অধিনায়ক ওয়াকার। ম্যাচে প্রথম বলেই বোল্ড করে দেন ইংল্যান্ডের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে। শুধু ট্ট্রেসকোথিক নন, একে একে সাজঘরে পাঠান ইংল্যান্ডের সাত ব্যাটসম্যানকে। অসহায় ইংলিশবাহিনী যেতে পারেনি বেশি দূর। মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ওয়াকার ইউনিস ৩৬ রানের বিনিময়ে তুলে নেন ৭টি উইকেট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ওয়াকারের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার।

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটসম্যানদের কাছে মূর্তমান এক আতঙ্ক ছিলেন ওয়াকার ইউনিস। মাত্র ৮৭ টেস্ট খেলে নিয়েছেন ৩৭৩টি উইকেট। আর ২৬২ ওয়ানডেতে নিয়েছেন ৪১৬ উইকেট।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের সাথেই আছেন এই কিংবদন্তি বোলার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ভিডিওটি নিচের লিংকে দেওয়া হলো : https://www.youtube.com/watch?v=RUfJkLj7Aw0

ওয়াকার ইউনিসের স্টাম্প ভাঙ্গার ভিডিওটি নিচের লিংকে দেওয়া হলো :

https://www.youtube.com/watch?v=V3Te1aPz-dY

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি