ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

কোহলির বিয়েতে দাওয়াত পেলেন না সতীর্থরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৬, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিয়ের পিঁড়িতে বসছেন। ইতালিতে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে অধিনায়কের বিয়েতে নিমন্ত্রণ পাননি তার সতীর্থরা।

শুধু তা-ই নয়, বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে সবকিছু গোপন রাখা হয়েছে। বিয়েতে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর দু-একজন বন্ধুবান্ধব। শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন।

তবে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের জন্য সতীর্থদের নিমন্ত্রণ করেননি কোহলি। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।

 

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি