ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ওয়ানডেতে রোহিত শর্মার তৃতীয় ডাবল সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০৭, ১৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তৃতীয়বারের মতো ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার এক অসামান্য কীর্তি গড়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। চন্ডিগরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংস আছে তার।
 
আজকের ২০৮ রানের ইনিংস খেলার পথে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ১৩টি চারের পাশাপাশি হাকিয়েছেন ১২টি বিশাল ছক্কা। তাঁর ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯২ রান করেছে তারা। রোহিত শর্মা ছাড়াও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শ্রেয়াস আয়ার (৮৮) ও শিখর ধাওয়ানও (৬৮)।
 
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
 
সূত্র : ক্রিকইনফো
 
//এমআর

Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি