ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

স্মিথের সেঞ্চুরিতে লিডের পথে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আবারও হাসলো অজি অধিনায়ক স্মিভেন স্মিথের ব্যাট। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও তুলে নিলেন শতক। তার সেঞ্চুরির কল্যাণে লিডের দিকেই এগুচ্ছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে ৪ উইকেটে ৩১৪ রান তোলে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ১৩৯ ও মিচেল মার্শ ৩৯ রানে অপরাজিত আছেন।

পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি