ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৪, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামে এবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ৮ জন খেলোয়াড়। নিলামে বাংলাদেশসহ সর্বমোট এক হাজার ১২২ জন খেলোয়াড় অংশ নেবে। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের দলে দেওয় হবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।       

আপিএলে অংশ নিতে যাওয়া খেলোয়াড়রা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু, সাব্বির রহমান ও লিটন কুমার দাস।        

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের একাদশ আসরের এই নিলাম। এবার আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। 

এদের মধ্যে শাকিব আল হাসানকে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস। এছাড়া অন্যান্যদেরকে নিয়েও চলছে আলাপ-আলোচনা।   

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি