ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কম্পাউন্ডারের ছেলে ৩ কোটি টাকায় বিক্রি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:১৮, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজস্থানের ছোট শহরের ছেলে সইদ খলিল আহমেদে। বাবা পেশায় একজন কম্পাউন্ডার। ছোট বেলা থেকে অর্থাভাবে আহমেদের বাবা ছেলেকে ক্রিকেট খেলার সামগ্রী কিনে দিতে পারেনি। তবে এবার সেই ছেলেই বাবাকে তিন কোটি টাকার বাড়ি উপহার দিতে যাচ্ছেন। তাও আবার ক্রিকেট থেকে। 

২০১৬ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে দারুণ পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নিয়েছেন এবারের আইপিএলে। তাও আবার তিন কোটি কোটি বিক্রি হয়েছেন। এত বড় অঙ্কের টাকায় হায়দ্রাবাদ তাকে কিনে নিয়েছেন। আর সেই টাকায় বাবাকে এবার বাড়ি উপহার দিতে যাচ্ছেন আহমেদ। 

গতবার আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি পড়েছেন সইদ খলিল আহমেদ। ছোটবেলায় ছেলের ক্রিকেট খেলা নিয়ে আপত্তি ছিল বাবার। তখন আহমেদের পাশে দাঁড়ান কোচ ইমতিয়াজ আলি খান। তাঁর পরামর্শেই ছেলেকে ছাড়পত্র দেন বাবা।

প্রতিবারই অনেকের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আইপিএল। গতবারের ৩০ লক্ষের ক্রিকেটার জয়দেব উনাদকাটই এবার দাম পেলেন ১১.৫ কোটি রুপি। সাফল্যের আরও এক নজির গড়েছেন কম্পাউন্ডারের সন্তান সইদ খলিল আহমেদ। পেসার সইদ খলিল আহমেদকে ৩ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

৩ কোটি টাকায় কী করবেন, এমন প্রশ্নে সইদ খলিল আহমেদের বলেন, ‘পরিবার নিয়ে জয়পুরে চলে আসব।একটা বাড়ি কিনব।জয়পুরে অনেক ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। ওখানে প্রশিক্ষণ নিতে সুবিধা হবে।’

সূত্র: জি নিউজ

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি