ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

মেসির গোলে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৯ জানুয়ারি ২০১৮

শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে বার্সা। তাও আবার লিওনেল মেসির গোলে। স্থানীয় সময় রোববার রাতে মেসি-সুয়ারেজের দেওয়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলানা।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের সপ্তম মিনিটে গোলের সুযোগও পেয়েছিল দলটি। তবে লুকাস ডিগন বল জালে জড়াতে ব্যর্থ হন। পাল্টা এক আক্রমণে ১৬ মিনিটে উল্টো গোলের সুযোগ পেয়েছিল সফরকারী আলাভেস। তবে দ্রুত এগিয়ে এসে দলকে রক্ষা করেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
তবে সাত মিনিট পর আলাভেসকে এগিয়ে দেন জন গিদেত্তি। স্প্যানিশ মিডফিল্ডার ইবাই গোমেজেরর লম্বা পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সুইডেনের এই ফরোয়ার্ড। তিন মিনিট পর আবারও গোল খেতে বসেছিল বার্সা। এ যাত্রায় বেঁচে যায় রুবেন সোব্রিনোর কল্যাণে।
ম্যাচের ৩২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনার জার্সিতে প্রথমবার শুরুর একাদশে নামা কুতিনহো। তবে ডি বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান এই তারকার শট এক ডিফেন্ডারের গাঁয়ে লেগে বাইরে চলে যায়। বিরতি ঠিক আগে মেসির দারুণ ফ্রি-কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান সফরকারী দলের গোলরক্ষক। বল তার হাত ছুঁয়ে পোস্টে বাধা পায়। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ গুছিয়ে খেলতে থাকে বার্সা। আক্রমন পাল্টা আক্রমনে প্রতিপক্ষ শিবিরকে এলোমেলা করে দেয়। এর ফল মিলে ম্যাচের ৭২ মিনিটে। আন্দ্রেস ইনিয়েস্তার সহায়তায় দারুণ এক ভল্যির মাধ্যমে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ।
সুয়ারেজ গোল করলেও ম্যাচটি যেন ড্রয়ের দিকেই এগুচ্ছিল। মৌসুমের চতুর্থ ড্রয়ের জন্য হয়তো সমর্থকরা প্রস্তুত ছিলেন। কিন্তু মেসি বলে এক মহাতারকা যে আছেন এই দলে। তাই দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। ৮৪ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্ডের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁ-দিকের ইনিয়েস্তার দারুণ ক্রসে ভলিতে বল জালে জড়ান সুয়ারেজ। আর ৮৪ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে চমৎকার ফ্রিকে জয়সূচক গোলটি করেন মেসি।
এ জয়ে ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
সূত্র : গোলডটকম
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি