ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাল জয়ের প্রত্যয়ে মাঠে নামঠে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজে হারলেও টেস্টে জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ। শততম টেস্ট জয়ই আশা যোগাচ্ছে স্বাগতিকদের। আর ওয়ানডে ট্রফি ঘরে তুলে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে লংকানরা। জয়ের বিকল্প কিছুই ভাবছে না তারা। সব ছাড়িয়ে টেস্টের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন অভিজ্ঞ রাজ্জাক। নিয়মিক অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির শিকার হলে ভাগ্য খুলে ১২ টেস্ট খেলা বাহাতি এ স্পিনারের। এরআগে ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল রাজ্জাক।
ঘরোয়া লীগে সাম্প্রতিক পারফরমেন্স-ই রাজ্জাককে জাতীয় দলে ফিরিয়ে এনেছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি