ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

তামিমের অর্ধশতক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে  টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।
ইতোমধ্যে অর্ধশতক করেছেন তামিম ইকবাল। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। চার-ছয়ে ওয়ানডে মেজাজেই খেলছেন তামিম। এখন পর্যন্ত পাত্তাই পাচ্ছে না শ্রীলংকার বোলাররা। তামিম ৪৮ বলে করেছেন ৫২। এর মধ্যে একটি ছয় ও ৬ টি চারের মার রয়েছে। বল ও রানের গড় দেখে বোঝাই যাচ্ছে কতটা মারমুখী তামিম।
তামিমের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন ইমরুল কায়েস।  
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান, লাহিরু কুমারা
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি