ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দুইশ’ পেরোলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে  টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে টাইগাররা।

ইতোমধ্যে দুইশ’ রান তুলে ফেলেছে টাইগাররা। অনেকটা ওয়ানডে মেজাজেই খেলছেন টাইগার ব্যাটসম্যানরা। প্রথম চার ব্যাটসম্যান পুরোপুরি সফল। তাদের ব্যাটে ভর করে বড় স্কোরের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

ইতোমধ্যে দুই ব্যাটসম্যান ফিফটি করেছেন। তারা হলেন তামিম ও মমিনুল। ইমরুলও কম যাননি। ৪০ রানে আউট হয়েছেন। অন্যদিকে মুশফিকও ৩৮ রানে ব্যাট করছেন।

ফিফটি করে বড় স্কোরের দিকে হাটছেন মমিনুল। এ রিপোর্ট লেখার সময় তিনি ৭৮ বলে ৭৭ রান করেছেন। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ১০ টি চারের মার মেরেছেন এই টপ অর্ডার।

তবে টাইগারদের ইনিংসের সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্যাটসম্যানদের ভয়ডরহীন ব্যাটিং। প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে স্বচ্ছন্দ ব্যাট চালিয়ে যাচ্ছেন। বাজে বল শায়েস্তা করছেন।

ইতোমধ্যে ভালো তিনটি জুটি গড়ে উঠেছে। এভাবে খেলতে থাকলে বড় স্কোর গড়াটা কঠিন হবে না।

এর আগে তামিমের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ইমরুল কায়েস। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ এনে দেয়। চার-ছয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন তামিম।

তবে দ্রুত অর্ধশতকের দেখা পেয়ে খেই হারিয়ে বসেন তামিম। ৫২ রান করে পেরেরার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তার পরও রানের চাকা থেমে যায়নি। সচল রাখেন ইমরুল ও মমিনুল। ৪০ রান করে ইমরুল এলবিডব্লিউ হলে জুটি গড়েন মমিনুল ও চারে ব্যাট করতে আসা অভিজ্ঞ মুশফিক  

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর: ২১০/২। ৪৮ ওভারের খেলা চলছে।

আজকের ম্যাচে টেস্টে অভিষেক হয়েছে স্পিনার সানজামুলের। দলে ডাক পেলেও প্রথম টেস্টের মূল একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ আবদুর রাজ্জাকের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান, লাহিরু কুমারা

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি