ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

দিনশেষে টাইগারদের সংগ্রহ ৩৭৪/৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৩১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৪ রান। আজ বুধবার দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই যেন মরিয়া হয়ে ওঠে বাটসম্যানেরা।

প্রথম উইকেট জুটিতেই ৭২ রান যোগ করেন ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। এক প্রকার ওয়ানডে মেজাজেই ৫৩ বলে ৫২ রান করে আউট হন তামিম ইকবাল। ওয়ানডে বাদ পড়লেও টেস্টে ডাক পেয়ে ৪০ রান করেন আরেক ওপেনার ইমরুল।

তবে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মূল আকর্ষণ ছিল মুমিনুল হক আর মুশফিকুর রহিমের ২৩৬ রানের জুটি। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ‘বাংলাদেশের ওয়াল’ মুশফিক। ৯২ রানে লাকমালের বলে ডিকওয়েলার তালুবন্দী হন এই ব্যাটসম্যান।

তবে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার সময়ে মুশফিকের পার্টনার মুমিনুল ঠায় দাঁড়িয়ে ছিলেন ১৪৬ রানে। দিনশেষে অপরাজিত আছেন ১৭৫ রানে। তার সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে দিনের একমাত্র আক্ষেপ লিটন দাস। ক্রিজে এসেই প্রথম বলে বোল্ড হন লাকমালের বলে।

শ্রীলংকার লাকমাল দুইটি এবং সানদাকান ও পিরেরা ১টি করে উইকেট নেন।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

//এস এইচ এস// এআর

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি