ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি ওজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৮

প্রিমিয়ার লীগ জায়ান্ট আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন জার্মান প্লেমেকার মেসুত ওজিল নবায়নকৃত চুক্তি অনুযায়ী আরো তিন বছর তারকা এই প্লেমেকার গানার্সদের সাথে থাকছেন বলে জানা গেছে

২৯ বছর বয়সী ওজিল নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আরো তিন বছর আর্সেনালের সাথেই আছি। ফুটবলীয় ক্যারিয়ারে এটা আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এ কারণেই আমাকে অনেক গভীরভাবে চিন্তা করতে হয়েছে। আমার সাথে যারাই ঘনিষ্টভাবে সম্পৃক্ত তাদের সকলের সাথেই আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ভাল কিছু সিদ্ধান্ত নিতে হলে তাতে সময় লাগে। অবশেষে আমি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। আগেও যেমন বলেছি সমসময়ই আমি এখানে নিজের ঘরের অনুভূতি পাই। আগামী কয়েক বছরে এই ক্লাবকে আরো কিছু দিতে মুখিয়ে আছি।’

ওজিলের সাথে আগের চুক্তির মেয়াদ আর মাত্র ছয় মাস বাকি ছিল। শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড চুক্তিতে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে ভেড়ায় আর্সেনাল। আর সে কারণেই ওজিলের থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে। নতুনভাবে সংগঠিত আর্সেনালের ফ্রন্টলাইনে অবামেয়াং ও ওজিল হেনরিখ মাখিটারিয়ানের সাথে যোগ দিবেন। গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এ্যালেক্সিস সানচেজকে ছেড়ে দিয়ে বিনিময়ে মাখিটারিয়ানকে দলভূক্ত করেন গানার্সরা।

এক বিবৃবিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, ওজিলের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে আসতে পেরে আর্সেনাল বেশ খুশী। ২০১৩ সালে ওজিল যোগ দেবার পর থেকে মেসুত তিনটি এফএ কাপ শিরোপা জিতেছে। ১৮২ ম্যাচে করেছেন ৩৬টি গোল, সহযোগিতা করেছেন ৬১টিতে।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ৪২.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওজিল আর্সেনালে যোগ দিয়েছিলেন। যদিও গত পাঁচ বছর ধরে প্রিমিয়ার লীগের চ্যালেঞ্জ ও ২০ বছর পরে গত মৌসুমে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লীগ থেকে গানার্সরা ছিটকে পড়ায় ওজিলের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি